1st Conference of BUF

Message of the State Minister - LGRD&C

Seal

প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।


 

 

Advocate Jahangir Kabir Nanak

বাণী

বাংলাদেশ একটি জনবহুল দেশ, জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিবেচনা করলে এ দেশের অবস্থান বিশ্বে শীর্ষ পর্যায়ে রয়েছে। আর্থ-সামাজিক প্রয়োজনের তাগিদেই বাংলাদেশে দ্রুত নগরায়ণ হচ্ছে, এ যেম সত্য, তেমনই এটাও অস্বীকার করার উপায় নেই যে, নগরায়নের বিষয়টি সুপরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে হতে হবে। বৃহৎ জনগোষ্ঠী এ নগরায়ণ ধারার সাথে সংশ্লিষ্ট এবং ধরে নেয়া যায় আগামী ২০৩০ সালে বাংলাদেশের প্রায় ৮০ মিলিয়ন মানুষ নগর এলাকায় বসবাস করবে। এ অবস্থায় সরকার পর্যায় থেকে নগরায়ণের প্রতি বিশেষ দৃষ্টি দেয়া অতি জরুরী বলে মনে করি। তবে, এক্ষেত্রে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংগঠন ও দাতা সংস্থাসমূহের সমন্বিত প্রয়াসের প্রয়োজন। আমি আনন্দিত বোধ করছি যে, বর্ণিত কাঙ্খিত প্রয়াসের মাধ্যমেই "বাংলাদেশ আরবান ফোরাম" গঠিত হয়েছে। এ ফোরাম জাতীয় উন্নয়নে নগরায়ণের এই ইতিবাচক ধারাকে ফলপ্রসূ করবে বলে আমি বিশ্বাস করি।

মোট শহরে জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে। তাদের প্রতিও বিশেষ দৃষ্টি দেয়া প্রয়োজন। এই দরিদ্র জনগোষ্ঠী আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখছে। তাঁদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসহ সামগ্রিক কল্যাণের প্রতি সচেষ্ট হতে হবে। এ লক্ষ্য অর্জনের কর্মকৌশল নির্ধারণের নিমিত্ত আগামী ৫-৭ ডিসেম্বর ২০১১ তারিখে অনুষ্ঠেয় "বাংলাদেশ আরবান ফোরামের" সকল অধিবেশন সফল হোক এ কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

 

এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এম.পি.