|
|
আগামী ২০২১ এর মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার বর্তমান বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ রূপকল্পে পরিকল্পিত ও সুষম নগরায়ণ একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। কিন্তু, নগরায়ণের বর্তমান ধারা অনেকটাই অপরিকল্পিত। নগরায়ণের ফলে সৃষ্টি সুযোগ ও সম্ভাবনাকে আরো কল্যাণমুখী উপায়ে ব্যবহার করা সম্ভব। এ অবস্থায় দেরীতে হলেও পরিকল্পিত নগরায়ণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সবার জন্য বাসযোগ্য শহর ও নগর গড়ে তুলতে বর্তমান সরকার নানামুখী চিন্তা এবং উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় নগরায়ন ও নগর দারিদ্র মোকাবেলায় বিভিন্ন সুনির্দিষ্ট কর্মপন্থা ও কর্মসূচী স্থান পেয়েছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ আরবান ফোরাম গঠনের মাধ্যমে বাংলাদেশের নগরায়ণ ও নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারী ও বেসরকারী উদ্যোগকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করবে। সমন্বিত প্রয়াস ও সমচিন্তা কাঙ্খিত সার্থকতা অর্জনে পূর্বশর্ত হিসেবে কাজ করে। বাংলাদেশ আরবান ফোরামের যাত্রা শুভ হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
সৈয়দ আশরাফুল ইসলাম এমপি |