1st Conference of BUF

Message of the President

Seal

রাষ্ট্রপতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।


 

 

Md Zillur Rahman

বাণী

আমি জেনে খুশি হয়েছি যে, বিশ্ব আরবান ফোরামের আলোকে "বাংলাদেশ আরবান ফোরাম' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।

অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত নানা কারণে মানুষ আজ নগরমুখী। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন পরিকল্পিত নগরায়ণ। সরকার দেশে পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে নিরলস কাজ করছে। আমি মনে করি পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে সংগঠনটির শ্লোগান 'বাংলাদেশের ভবিষ্যৎ নগরায়ণ: সবার জন্য কার্যকর নগর ও শহর' সামঞ্জস্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।

আমি বাংলাদেশ আরবান ফোরামের সমৃদ্ধি কামনা করি।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।

 

মো. জিল্লুর রহমান