|
|
আমি জেনে খুশি হয়েছি যে, বিশ্ব আরবান ফোরামের আলোকে "বাংলাদেশ আরবান ফোরাম' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত নানা কারণে মানুষ আজ নগরমুখী। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন পরিকল্পিত নগরায়ণ। সরকার দেশে পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে নিরলস কাজ করছে। আমি মনে করি পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে সংগঠনটির শ্লোগান 'বাংলাদেশের ভবিষ্যৎ নগরায়ণ: সবার জন্য কার্যকর নগর ও শহর' সামঞ্জস্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। আমি বাংলাদেশ আরবান ফোরামের সমৃদ্ধি কামনা করি। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।
মো. জিল্লুর রহমান |