1st Conference of BUF

Message of the Secretary, PWD

Seal

সচিব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।



 

Dr. Khondokar Shawkat Hossain

বাণী

বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নগরায়ণ প্রক্রিয়া এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ আরবান ফোরাম গঠন একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক উদ্যোগ। ক্রমবর্ধমান নগরায়ণের প্রেক্ষিতে সরকারি, বেসরকারি, উন্নয়ন সংগঠন ও সহযোগীগণ দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে একটি আরবান প্লাটফরম পরিচালনার গুরুত্ব অনুভব করে আসছেন। দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন প্রয়াসের অংশ হিসেবে পরিকল্পিত নগরায়নণর লক্ষ্যে বাংলাদেশ আরবান ফোরাম গঠন সরকারের একটি প্রতিশ্রুতিশীল ও সময়োপযোগী উদ্যোগ। এই সংগঠন ০৫-০৭ ডিসেম্বর ২০১১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। আমরা আন্তরিক প্রত্যাশা, এই ফোরাম দেশের নগর এলাকার উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ, পরিকল্পনা গ্রহণ ও সমন্বিত কার্যক্রম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগরায়ণ জাতীয় উন্নয়নের একটি অন্যতম পরিচায়ক। কিন্তু অপরিকল্পিত নগরায়ন সামগ্রিকভাবে অকল্যাণকর এবং এর ক্ষয়ক্ষতি বহুমাত্রিক। সুষ্ঠু ও পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব নগরায়ণের উদ্দেশ্যে নবগঠিত বাংলাদেশ আরবান ফোরাম সমন্বিত নগর উন্নয়ন প্রয়াসকে সার্থক করতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

আমি বাংলাদেশ আরবান ফোরাম-এর সার্বিক সাফল্য কামনা করি।

 

ড. খন্দকার শওকত হোসেন