Dear Colleague,
Bangladesh Urban Forum Secretariat is regularly publishing BUF Newsletter as quarterly and present issue is scheduled to be printed by the middle week of December 2015. The Newsletter with contributions and collaboration from the BUF associates publish relevant information and news on the urban issues of our all concern.
Please send your contribution in the suitable form of write up, images etc. to help the BUF Secretariat accomplish the plan for the publication satisfactorily. Please find below the important dates for sending your contributions. Visit www.bufbd.org to download the previous issues of the newsletter and share us your comments.
Last Date: Thursday, 03 December, 2015
Format of Write Up: Composed in MS Word Document using SutonnyMJ Font (Size 14). Please send JPG file/s for image/s used in the Word File.
Language: Bangla.
Tentative Date of Publication: Mid December 2015
Thanking you for your anticipated cooperation and please feel free to make any queries.
--
Bangladesh Urban Forum (BUF)
BUF Secretariat, Level 10, LGED Dhaka Office Building,
62 West Agargaon, Dhaka
Cell: 0178-76-54-370
Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: http://bufbd.org
Facebook: http://www.facebook.com/BangladeshUrbanForum
Twitter: https://twitter.com/BDUrbanForum
Google+: https://plus.google.com/u/0/+BangladeshUrbanForumSecretariat-BUF
Delighted to inform you that we are globally celebrating our 50 years throughout the year (August 2015-July 2016) with several events.
In Bangladesh, we are going to launch this celebrating with a photography exhibition titled "প্রগতির পঞ্চাশ: Golden Glory" at DRIK Gallery (Dhanmondi 15/A) from 1-3 December, 3 to 8 pm.
The exhibition will take you through our vision, history, landmarks and achievements.
You are cordially invited to visit the exhibition with your friends and family.
Hasin Jahan
Country Director
Practical Action, Bangladesh
The Urban Research and Development Society (URDS) is going to publish Urban Analysis, a multidisciplinary journal twice a year. The journal will publish scholarly articles which are both theoretically and empirically sound. Authors are invited to submit articles to This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. for its first volume by 28 February, 2016. Please indicate your name, institutions and full professional address. Cover letters and figures can be sent as email attachments.
Languages
We publish articles written in English only.
Author Guidelines
1. Manuscripts must be typed (.doc or .docx format) and must not exceed 8000 words (references are included). Articles should include an abstract (200 words or less), a short biography with author’s full name, title, current affiliation, professional address, a description of his/her recent work (100 words or less), as well as 5-7 key words in English.
Articles must be in line with the following recommendations:
2. References must be presented as follows:
Books
Sassen, Saskia. 2001. Global Cities. Princeton: Princeton University Press Bonds, Michael. 2004. Urban Social Theory: City, Self and Society. Melbourne: Oxford University Press
Hossain, Shahadat. 2011. Urban Poverty in Bangladesh: Slum Communities, Migration and Social Integration. London: IB Tauris
Articles
Davis, Mike. 2004. ‘The Urbanization of Empire: Megacities and the Laws of Chaos’. Social Text. vol. 81. no. 22 (4). pp. 9-25
Appadurai, Arjun. 2002. ‘Deep Democracy: Urban Governmentality and the Horizon of Politics’.
Public Culture. vol. 14. no.1. pp. 21-47
Book chapters
Moore, Jay H. 2009. ‘The State of the World Cities’ in Eugenie L Brich (eds.) The Urban and Regional Planning Reader. London: Routledge, pp. 7-14
3. The author will provide at least one illustration (map or photography) to the editor in .jpeg format. All graphics must be titled, must specify their source and, if necessary, captioned. Authors must provide copyright-free illustrations. In case of any doubts, we will not publish the illustrations.
Contact: Urban Research and Development Society (URDS), House No. 69/3 (Ground Floor), Dhanmondi-7/A, Dhaka-1205, Bangladesh; Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it., Web: www.urdsbd.org
বাংলাদেশ আরবান ফোরাম আয়োজিত পলিসি সেমিনারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি
‘নগর দরিদ্রদের আবাসন : সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক পলিসি সেমিনারে মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন নগর দরিদ্রদের পুর্নবাসণে সরকার বদ্ধ পরিকর; বহুতল ভবনে দীর্ঘমেয়াদী কিস্তি পদ্ধতিতে তাদের জন্য আবাসন নিশ্চিত করা হবে। দৈনিক ভিত্তিতে ২০ বছর মেয়াদে পরিশোধযোগ্য পদ্ধতিতে এ ব্যবস্থা প্রচলন করার জন্য সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। বাংলাদেশ আরবান ফোরাম আয়োজিত পলিসি সেমিনার আজ ২৮শে অক্টোবর ব্র্যাক সেন্টারে অুনষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে সরকারের এ পরিকল্পনার কথা জানান মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এমপি এবং ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের গৃহায়ণ ও গণপূর্ত সচিব জনাব মোহাম্মদ মাইনুদ্দিন আবদুল্লাহ সভাপতিত্ব করেন। সেমিনারের ২য় পর্বে নগর দরিদ্রের জন্য বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ নিয়ে উপস্থাপনা এবং নীতি-র্নিধারণী আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারে মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এমপি বলেন, দরিদ্রদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত না করে টেকসই কোন শহর বা নগর গড়া সম্ভব নয়। সরকার এ বিষয়ে সচেতন। নগর দরিদ্রদের আবাসন নিশ্চিত করার অন্যতম উপায় হিসেবে শহরমূখী গ্রামীণ জনগোষ্ঠীর অভিগমন রোধ করার জন্য ‘পল্লী জনপদ’ নামে কেবিনেটে একটি পাইলট প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে; যার মাধ্যমে গ্রামেই দরিদ্রদের জন্য আবাসন ব্যবস্থা করা হবে ।
ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস, ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ’ বা অংশীদারিত্বের ভিত্তিতে নগর দরিদ্রদের জন্য আবাসন সমস্যার সমাধান এর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। অর্থ-সংস্থান এর সহজলভ্যতাও নিশ্চিত করার ব্যবস্থা করার জন্য আহবান জানান। নগর দরিদ্রদের জন্য ল্যান্ড টেনিওর বা ভূমির মালিকানা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোহাম্মদ মাইনুদ্দিন আবদুল্লাহ বলেন, নগর দরিদ্র আবাসনে সরকার খুবই আন্তরিক। তবে, সরকারের সামর্থ্য অসীম নয়, বেসরকারী খাতকেও এগিয়ে আাসতে হবে। সবাই মিলে আন্তরিক হলেই নগর দরিদ্রদের বাসস্থানের সমস্যা নগর পরিকল্পনার মাধ্যমে সমাধান করবে। তবে সরকার একা এটা করতে পারবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতনও হতে হবে। বস্তি পুর্নবাসনে অবশ্যই জীবিকার নিশ্চয়তা থাকতে হবে।
পলিসি সেমিনারের দ্বিতীয় পর্বে মোহাম্মদ আবু সাদেক (পরিচালক, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সিটিটিউট), রুখসানা পারভীন (সভানেত্রী, সিরাজগঞ্জ কমিউনটি হাউজিং ডেভেলপমেন্ট ফান্ড) এবং অধ্যাপক নুরুল ইসলাম নাজেম (মহাসচিব, নগর গবেষণা কেন্দ্র) নগর দরিদ্রদের আবাসন সমস্যা সমাধানে গৃহীত বিভিন্ন সরকারী, বেসরকারী পদক্ষেপ এর উপর বিভিন্ন কেস স্টাডিজ উপস্থাপন করেন। উপস্থাপনার উপর আলোচনায় অংশ নিয়ে স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘নগর দরিদ্র’র সংজ্ঞায় এখনো একমত হওয়া যায় নি। ল্যান্ড টেনিউর বা ভূমির মালিকানায় নগর দরিদ্রদের কোন স্থান দেয়া হয় নি। নগরে রেন্ট কন্ট্রোল পদ্ধতি প্রচলন করা প্রয়োজন। নগর দরিদ্রদের আবাসন প্রদানে স্থানিক পূনর্বাসনের বিষয় গুরুত্ব নিয়ে চিন্তা করতে হবে। এ পর্বের চেয়ার হামিদা হোসেন বলেন, সরকার এবং সরকারের বাইরে নগর দরিদ্রদের আবাসনে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নেয়া হচ্ছে। এগুলোর ব্যাপকভিত্তিক প্রচার এবং সফল মডেলগুলোর আদলে আরো প্রকল্প গ্রহণ করা উচিত।
সেমিনারের তৃতীয় পর্ব, পলিসি প্লেনারী-তে ড. হোসেন জিল্লুর রহমান এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী এবং রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদিন ভূইয়া অংশগ্রহণ করেন। মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, নগর দরিদ্রদের আবাসনে সমস্যার কথা সবাই জানি - কিন্তু, সমাধান করছি না। স্থানীয় সরকার এর অভিজ্ঞতার প্রেক্ষাপটে নগরবাসীদের সেবা দেয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের মধ্যেই সিটি কর্পোরেশনের অর্থনৈতিক দৈন্যদশা রয়েছে। মধ্যম আয়ের দেশে পরিণত করতে গেলে অবশ্যই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। জমির সমস্যার সমাধান করতে হবে। এ ক্ষেত্রে, স্থানিক পুনর্বাসন করতে হবে। প্রয়োজনভিত্তিতে, অন্যত্র পুনর্বাসন করা যেতে পারে। আমি ৬ একর জায়গায় নগর দরিদ্র জন্য আবাসন করতে চাই। এ ব্যাপারে সবার সহযোগিতা চাই, পিপিপি’র মাধ্যমেও এটা করা যেতে পারে। এরকম কর্মসূচী বাস্তবায়ণ করার জন্য স্থানীয় সরকারে পরিকল্পনা শাখা এবং পর্যাপ্ত লোকবল নিয়োগ দিতে হবে।
জি এম জয়নাল আবেদিন ভূইয়া বলেন, সরকার নগর দরিদ্রদের আবাসনের জন্য গৃহীত/প্রস্তাবিত সকল প্রকল্পে নগর দরিদ্রদের জন্য আবাসনের কোটা রাখা হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সমস্যা সমাধান করতে পারব।
ড. হোসেন জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, নগরায়ন একটি বিশাল বিষয় এবং অবধারিতভাবেই আবাসন নিয়ে বিচ্ছিন্নভাবে চিন্তা করলে চলবে না। এ সমস্যা সমাধানের জন্য জীবিকার সাথে আবাসনের একটা সম্পর্ক রয়েছে। উপযুক্ত কানেকটিভিটি নিশ্চিত করার মাধ্যমেও এ সমস্যার সমাধান করা যায়; উন্নত বিশ্ব সফলভাবে সেটা করেছে। সরকারের মধ্যে দ্বিধা-দ্ব›দ্ব, বৈরিতা, তথ্যের অভাব এবং এক ধরণের তাগাদার অভাব রয়েছে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন স্থানীয় সরকারের আরো ক্ষমতায়ন করার মাধ্যমে করা যেতে পারে এবং সেটা নিশ্চিত করা গেলেই নগর দরিদ্র আবাসন নিশ্চিত করা যাবে। তিনি জমির পাশাপাশি ইনোভেটিভ ফাইন্যান্সিং এবং প্রযুক্তির সুফল গ্রহন করার উপর জোর দেন। তার মতে, একমাত্র ‘অর্ন্তভূক্তিমূলক উন্নয়ণ’ ধারণা গ্রহণ করার মাধ্যমেই নগর দরিদ্র আবাসন গ্রহণ করা যেতে পারে।
সর্বোপরি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নগর দরিদ্রদের অপরিসীম গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে স্বীকার করে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের নগর দরিদ্রদের সুষ্ঠু আবাসন নিশ্চিত করার মাধ্যমে টেকসই শহর ও নগর নিশ্চিত করা সম্ভব হবে বলে সভায় আলোচকগণ মত দেন। সেই লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালাসমূহের অর্ন্তভূক্তি ও বাস্তবায়নের জন্য সরকারকে পরার্মশ দেন সভায় উপস্থিত সংশ্লিষ্ট নীতি-নির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ, বেসরকারী এবং উন্নয়ণ সহযোগী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ।
Dear All,
We are pleased to inform you that Assistance for Slum Dwellers (ASD), has changed its name with the approval from the Department of Social Service (DSS). The new name is - Action for Social Development (ASD). Contact address, telephone number, fax, e-mail and website of the organization remain unchanged.
You are therefore, requested to take note of this change in your relevant documents including updating your mailing list.
Thank you for your cooperation.
Jamil H. Chowdhury
Executive Director
ASD
Following up on a MOU earlier signed in 2012, policy research centre and think-tank organization PPRC and the national statistical organization BBS signed an Updated Activity Plan 2015-16 on urban statistics and urban poverty at a simple ceremony at the conference room of the Secretary, Statistics and Informatics Division in the afternoon of Wednesday, 14th October, 2015. Mr. Mohammad Abdul Wazed, Director General, BBS and Dr. Hossain Zillur Rahman, Executive Chairman, PPRC signed on behalf of their respective organizations in the presence of Kaniz Fatema, NDC, Secretary, Statistics and Informatics Divison, Zahed Khan, Senior Urban Specialist of the World Bank, members of BBS and PPRC as well as invited guest Dr. Binayak Sen, Research Director, BIDS. The Urban Statistics and Urban Poverty Project, supported by a grant from The World Bank is being implemented by PPRC in partnership with BBS through an agreement signed by PPRC with the Finance Division.
A key focus of the project is to produce an integrated data-base on the urban spectrum in Bangladesh covering surveys of Dhaka city, Chittagong city, combined survey of seven divisional towns and finally a combined survey of seven smaller towns. A report on an earlier survey of Dhaka city carried out in 2012 will be launched shortly. The project aims to strengthen analytical understanding of urban poverty through a program of qualitative micro-research on selected dimensions of urban poverty as well as a Capacity Building Workshop on research methods and approaches that will draw in national and international resource persons. An international conference on urban poverty will be held in early 2016 under the auspices of the project. A particular feature of the project is the participation of BBS personnel in the analytical work pertaining to the urban data-base alongside the PPRC team as well as inputs from the global experiences of The World Bank.
Read the minutes of the meeting in pdf document. You need Adobe Acrobat to read this type of document. Get Adobe Acrobat here.
Read Sustainable Urbanization in the Context of 7th Five Year Plan in pdf format. You will need Adobe Acrobat to read pdf this file.
প্রেস বিজ্ঞপ্তি: গত ৮ জুলাই, ২০১৫ নগর দরিদ্রদের উন্নয়ণ ও অধিকার প্রতিষ্ঠায় কর্মরত এনজিও সমুহের নেটওয়ার্কিং ফোরাম কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর-কাপ এর উদ্যোগে ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর বস্তি শুমারি ও ভাসমান লোকগনণা-২০১৪ প্রকাশিত ফলাফল প্রতিবেদনের উপর এক আলোচনা সভা ঢাকা আহছানিয়া মিশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
জাতীয় ও আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নগর গবেষক প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও বস্তি সংগঠনের প্রতিনিধিরা ফলাফল বিশ্লেষণে সভায় সক্রিয় অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীদের বাস্তব জ্ঞান, অভিজ্ঞতা ও তাদের মতামত বিশ্লেষণ সাপেক্ষে প্রকাশিত ফলাফলটি অবাস্তবিক ও অবিশ্বাস্য বলে বিবেচিত হয়।
বিশিষ্ট নগর গবেষক প্রফেসর ড. নুরুল ইসলাম নাজেম, প্রতিনিধি নগর গবেষণা কেন্দ্র ও মেম্বার-টেকনিক্যাল কমিটি-বিবিএস বস্তি শুমারি ও ভাসমান লোকগনণা-২০১৪ তার মতামত ব্যক্ত করেন যে, শুমারিতে ব্যবহৃত বস্তির ও ভাসমান মানুষের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সঠিক থাকলেও মেথ্ডলজির ত্রুটির কারনে এই ধরনের অসংগতিপূর্ণ ফলাফল হতে পারে এবং অনেক বস্তি বাদ যেতে পারে। শুমারিতে বস্তির সংজ্ঞা অনুসরণ করলে বস্তির সংখ্যা আরও অনেক বেশী হওয়ার কথা।
কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর এর সচিবালয়ের পক্ষ থেকে কাপ নেটওয়ার্ক মেম্বারদের কর্মরত বস্তি ও ভাসমান/পথবাসী এলাকার জরীপকৃত তথ্য, নগর গবেষণা কেন্দ্রের স্টাডি (স্লাম ম্যাপিং-২০০৫) এবং বাংলাদেশ ডেমোক্রেটিক প্রোফাইল-২০১৪ এর বিশ্লেষন সাপেক্ষে একটি তথ্য উপস্থাপন করা হয়। উপস্থাপিত তথ্যে ঢাকা মহানগরের উল্লেখযোগ্য সংখ্যক বস্তি ও পথবাসীদের গণনার আওতায় আনা হয়নি বলে আশংকা করা হয় যা উপস্থিত সকলেই একমত পোষণ করেন এবং শুমারিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়উপযোগী কিন্তু শুমারির সঠিক তথ্য প্রদান না হলে রাষ্ট্রের দারিদ্র বিমোচন সহ নগর উন্ন্য়ন পরিকল্পনা মুখ থুপড়ে পড়বে।
বিষয়টি সরকারের নজরদারীর জন্য কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর এবং বাংলাদেশ আরবান ফোরামকে দ্রুত ভূমিকা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া যে কোন গবেষণা প্রতিষ্ঠান/ গবেষকের সহযোগিতায় বিবএিস এর কাছ থেকে শুমারিকৃত বস্তি ও ভাসমান লোকদের তালিকা সংগ্রহসহ ঢাকা শহরে যে কোন দুটি ওয়ার্ডের স্যাম্পল সার্ভে/ গবেষণার জন্য উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
ডিএসকে’র নির্বাহী পরিচালক ড. দিবালোক সিংহ, সেভ দ্যা চিল্ড্রেণ’র সিনিয়র ম্যানেজার জনাব ইদ্রিস আলী খান, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ’র হেড অফ আরবান প্রোগ্রাম মো: ইজাজ রাসুল, বাংলাদেশ আরবান ফোরাম সচিবালয়ের প্রতিনিধি জনাব মোস্তাফা কাইয়ুম খান সহ মোট ৪৫ জন অংশগ্রহকারী তাদের মতামতসহ সুপারিশ প্রদান করেন।
নগর বস্তিবাসী সংগঠনের পক্ষ থেকে জনাব হোসনে আরা বেগম রাফেজা শুমারিকালে তার সংশ্লিষ্টতা ও তার হতাশার কথা ব্যক্ত করে উল্লেখ করেন যে শুমারিতে অনেক বস্তি গনণায় অর্ন্তভূক্ত করা হয় নাই আবার যেগুলোতে গণনা করা হয়েছে সেখানে সকল বস্তিবাসীদের গণনা করে নাই। তিনি সকল বস্তিবাসীদের পক্ষ থেকে বাদকৃত পথবাসী/ভাসমান ও বস্তিবাসীদের পুনঃ গণনার দাবী জানান।
সভার সভাপতিত্ব ও সঞ্চালকের দায়িত্বে ছিলেন কাপ চেয়ারপারসন ও ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক জনাব ড. এম. এহছানুর রহমান।
ধন্যবাদান্তে
খোন্দকার রেবেকা সান-ইয়াত
নির্বাহী পরিচালক
মোবাইল নং: ০১৮১৯২১৩৪৫০
This course strengthens the capacity of city officials who have been mandated to engage with adaptation and resilience in urban areas, particularly through enhancing their ability to build and strengthen relationships between stakeholders within their cities, and to develop networks with other cities in their country and internationally. It will be particularly appropriate for urban local government employees that have recently identified climate change adaptation as a priority, but that are still at early stages in developing their responses.
Details in PDF: Developing Networks to Build Urban Climate Change Resilience